কুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে সমপ্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওসি বিপুল চন্দ্র দের সভাপতিত্বে থানার মাঠ প্রাঙ্গণে এ সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মুনসুর, মো. মঞ্জুরুল আলম মজনু, সাবেক আহ্বায়ক ইউসুফ ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন্নবী, হেফাজত ইসলামের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন প্রতিনিধি নেছার উদ্দিন সুমন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ওবায়েদুল হক তারেক প্রমুখ।
মনোহরগঞ্জ থানা এসআই আক্তারুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা তদন্ত অফিসার মো. আনোয়ার হোসেন, মনোহরগঞ্জের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সব সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, থানার ওসিসহ সব শ্রেণিপেশার মানুষজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমপ্রীতির মনোহরগঞ্জে অতীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় কোন ধর্মীয় সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট হবে না। কাউকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
সামাজিক মূল্যবোধসহ সকলশ্রেণি পেশার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই সমপ্রীতি তৈরি হবে। সমাবেশে আলোচনা শেষে অতিথিরা র্যালি করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
টিএইচ